No Internet Connection !

বাংলাদেশের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কবে গঠিত হয়? উত্তর: ১৪ আগস্ট ১৯৯৩।
প্রশ্ন: পাকিস্তান বিজ্ঞান ও শিল্পকলা গবেষণা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৫৫ সালে।
প্রশ্ন: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (NMST) প্রতিষ্ঠা কবে? উত্তর: ১৯৬৬ সালে।
প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে কবে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়? উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর অবস্থান কোথায়? উত্তর: আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন: ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NCST) সৃষ্টি করা হয় কবে? উত্তর: ১৯৭৫ সালে।
প্রশ্ন: BCSIR-এর পূর্ণরূপ কি? উত্তর: বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ |
প্রশ্ন: BCC-এর পূর্ণরূপ কি? উত্তর: Bangladesh Computer Council.
প্রশ্ন: বাংলাদেশে কবে অফলাইন ই-মেইল চালু হয়? উত্তর: ১৯৯৫।
প্রশ্ন: বাংলাদেশে কবে ইন্টারনেট চালু হয়? উত্তর: ৬ জুন ১৯৯৬।
প্রশ্ন: বাংলাদেশে কবে, কোথায় V-SAT স্থাপন করা হয়? উত্তর: ২০০১ সালে, বুয়েটে।
প্রশ্ন: ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি কি? উত্তর: উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা।
প্রশ্ন: বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে? উত্তর: ২১ জুলাই ২০০৯।
প্রশ্ন: বাংলাদেশের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? উত্তর: বেসিস (BASIS)।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে? উত্তর: ১৯৬৪ সালে (বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে)।
প্রশ্ন: বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি? উত্তর: বিজয় (এর উদ্ভাবক মোস্তফা জব্বার)।
প্রশ্ন: বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফন্ট কি কি? উত্তর: বিজয়, একুশে, অভ্র, লেখনী, বৈশাখী প্রভৃতি।
প্রশ্ন: সাঁওতালি ভাষার সফটওয়্যার উদ্ভাবক কে? উত্তর: মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ-এর নাম কি? উত্তর: দোয়েল (DOEL)।
প্রশ্ন: দোয়েল (DOEL) ল্যাপটপ-এর প্রস্তুত কারক কে? উত্তর: টেলিফোন শিল্প সংস্থা (TSS) লিমিটেড।
প্রশ্ন: EVM-এর পূর্ণরূপ কি? উত্তর: Electronic Voting Machine.
প্রশ্ন: বাংলাদেশে ইলেক্ট্রনিক বুক বা ই-বুকের যাত্রা শুরু হয় কবে? উত্তর: ২৪ এপ্রিল ২০১১।
প্রশ্ন: দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? উত্তর: কালিয়াকৈর, গাজীপুর।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বীকৃত ডোমেইনের নাম কি? উত্তর: ডট বিডি (.bd)।
প্রশ্ন: বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়? উত্তর: ২১ মে ২০০৬।
প্রশ্ন: দেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
প্রশ্ন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৃহৎ প্রতিষ্ঠান কোনটি? উত্তর:পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান।
top
Back
Home
Gsearch